September 7, 2024, 11:06 am

শৈলকুপায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সারা দেশের ন্যায় শৈলকুপায় মাদক বিরোধী অভিযান অভ্যহত রয়েছে। তার ধারা বাহিকতায় থানার এসআই সাজ্জাদ হোসেন ও এস আই আলমগীর হোসেন উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার কুমার খালী থানার গোবরা গ্রামের মাদক ব্যবসায়ী লিয়াকত বিশ্বাস(৩৫),বাদশা শেখ (৫০) কে শৈলকুপা উপজেলার বাখরবা গ্রাম থেকে ও রায়জাদাপুর গ্রামের আবদুল ওহাব কে তার বাড়ির সামনে থেকে আটক করে। এ সময় আটককৃত ব্যাক্তিদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ বলে শৈলকুপা থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা