September 7, 2024, 10:54 am

মতলবে ফ্রি ফায়ার গেইমস খেলার এমবির টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা

সমির ভট্রচার্য্য বলুকে সঙ্গে নিয়ে আব্দুল মান্নান খান:মোবাইলে ফ্রি ফায়ার গেইমস খেলার জন্য এমবি কিনার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে আত্মাহত্যা করে মামুন (১৪) নামে এক কিশোর । ২১মে দুপুরে মতলব দক্ষিন উপজেলার উপাদী গ্রামে এঘটনা ঘটে।
সরজমিনে জানাযায়, ২১ মে দুপুরে ১টার দিজে মানুন তার মায়ের কাছে মোবাইলের এমবির জন্য টাকা চাইলে তার মা কমলা বেগম পরে নিতে বলে। এরই সুত্র ধরে রাগে ক্ষোভে ঘরের আড়ার সাথে বিদ্যূতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । তার মা বর্তমানে ঢাকা একটি গারর্মেসে চাকরী করে কোন রকমে ২ মেয়ে ১ ছেলে সংসার
চালিয়ে আসছে । এটি তার নানার বাড়ি। ঈদে তারা বাড়িতে আসে।
ঘটনাস্হল পরিদর্শন করে মতলব দক্ষিণ থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা