September 10, 2024, 1:56 pm

দ্বিতীয় দিনেও কোয়ারান্টাইনে থাকা যাত্রীদের মাঝে খাবার বিতরন করল মেয়র লিটন

মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসা ৬৫০জন কোয়ারেন্টাইনে থাকা পাসপোর্ট যাত্রীদের হাতে খাবার পোঁছে দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

শুক্রবার (৭ মে) বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেল,চেকপোস্ট,ইমিগ্রেশন সহ কোয়ারেন্টাইনে থাকা সকল যাত্রীদের হাতে খাবার তুলে দিয়েছে বেনাপোল পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সেচ্ছাসেবীরা। বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বে থাকা সকল কর্মকর্তা-কর্মচারীদের হাতে খাবার পৌছে দেওয়া হয়।

ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের কাছে টাকা না থাকায় নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

কোয়ারেন্টাইনে থাকা যাত্রীরা খাবার পেয়ে মেয়র লিটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা