September 10, 2024, 11:05 am

ঝিনাইদহে আগুনে পুড়ে ৭ মাসের শিশুর মৃত্যু,

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামে আগুনে পুড়ে মারা গেছে তানিশা নামের ৭ মাসের এক কন্যা শিশু। এছাড়াও অগ্নিকান্ডে ভষ্মিভুত হয়েছে ৩ টি ঘর। শুক্রবার সকালে সদর উপজেলার ওই গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে অন্যঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা ৭ মাসের কণ্যা শিশু তানিশা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শণ করে ৫ টি কম্বল, ৩ বান টিনসহ নগদ টাকা সহযোগিতা দিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক মজিবর রহমান ২০ হাজার টাকা, ২০ কেজি চাউল প্রদাণ করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা