নিজস্ব প্রতিবেদক: পাইকগাছায় ভূমি দশ্যূরা এক ভুমিহীন পরিবার কে উচ্ছেদের জন্য বাড়ি ঘর ভাংচুর লুটপাট মাটি কর্তন ও গাছ পালা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের পাররামনাথপুর মৌজায় রামনাথপুর গ্ৰামের তপন বিশ্বাস ১ একর জমি খাস বন্দোবস্ত পায় । তার বন্দোবস্ত কেস নং ১৮১/১৩ (জেলা) ও ১৫১/১৩ ( উপজেলা) দলিল নং ২৩৩৪/১৩ মৌজা- পাররামনাথপুর, খতিয়ান-১ দাগ নং-২৩০,২২৪ । উক্ত জমি বন্দোবস্ত পাওয়ার পর থেকে আধা পাকা ঘর নির্মাণ করে তপন পরিবার নিয়ে বসবাস করে আসছে । উক্ত জায়গায় নজর পড়ে পার্শ্ববর্তী দরগামহল গ্ৰামের খন্দকার আছাদুজ্জামানের পুত্র কামরুল ইসলাম ও সোহাগের । তারা ভূমিহীন তপনের বন্দোবস্ত কৃত জমি জবরদখল করার ষড়যন্ত্র করতে থাকলে তপন নিরুপায় হয়ে পাইকগাছা থানায় জিডি করে। যার নং -৯৭৫ তারিখ-১৮/৪/২১ । এ জিডি হওয়ার পর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ২/৫/২১ তারিখ থেকে বহু লোক জন নিয়ে তপন বিশ্বাসের পরিবার জিম্মি করে বসত ঘর,গোয়াল ঘর, বাথরুম, গাছপালা কর্তন, পুকুরের মাছ লুট ও মাটি কেটে দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তপন বিশ্বাস ৪ দিন বাড়িতে অবরুদ্ধ । তাকে ও পরিবারের সদস্যদের বের হতে পারছে না। বৃহস্পতিবার এ খবর জানার পর এ প্রতিনিধি ঘটনা স্থলে গেলে তারা পালিয়ে যায় । তপন বিশ্বাস,তার স্ত্রী চপলা, স্থানীয় জুয়েল গাজী সহ অনেকে জানিয়েছেন কামরুল ইসলাম একাধিক মামলার আসামি তাদের হুমকিতে জিম্মি হয়ে পড়ি । তাদের ভয় আমরা মুখ খুলতে সাহস পাইনা। আপনাদের দেখে সাহস ভেঙ্গেছে। তারা আরো বলেন লক্ষাধিক টাকার মাছ সহ মালামাল লুট ও দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে । তারা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।