মতলব (চাঁদপুর) প্রতিনিধি:-
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক দিকনির্দেশনায় এসআই দুলাল হোসেন এবং এসআই রাজেশ পলাশ সঙ্গীয় ফোর্স সহ জিআর ১৩২/১৪ মূলে ৭(সাত) বছরের সাজাপ্রাপ্ত আসামী ছোট হলদিয়া গ্রামের গোলাম হোসেন দেওয়ানের ছেলে মো. আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে এসআই মোহাম্মদ লোকমান হোসেন ননজিআর- ৪০/১৪ মূলে ষাটনল, রঙ্গুখারকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলী বেপারীর ছেলে মতিউর রহমানকে গ্রেফতার করেন, এবং এএসআই মো. ইকবাল হোসাইন ননজিআর- ৪০/১৪ মূলে একই এলাকার মতিউর রহমানের ছেলে মো. ইউসুফ ও মৃত সেকান্দর আলী বেপারীর ছেলে সামসুল হক বেপারীকে গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।