September 10, 2024, 1:44 pm

চুনারুঘাটে কালেঙ্গা রেঞ্জে ওয়াকশনের নামে উজার হচ্ছে রশিদপুর বন বিট বনাঞ্চল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি \ হবিগঞ্জের কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বন বিট বনাঞ্চল ওয়াকশন মহালের নামে উজার হয়ে যাচ্ছে। আর এ দেখার যেন কেউ নেই। জানা যায়, ২০০৬-২০০৭ অর্থ বছরের রশিদপুর বন বিট বনাঞ্চলে সৃজিত সামাজিক বনায়ন এর ৮টি বাগানে গত বছর মহালের ডাক হয়। এতে উলে­খ করা হয় ম্যানজিয়াম ও আকাশমনি গাছ। বন বিটে দায়িত্বরত বনকর্মী ও রশিদপুর বিটের ফরেস্টার এ কে এম সাইদুল হক সহ ২/১ জন বন কর্মকর্তাদেরকে ম্যানেজ করে হ্যামার মারা গাছ ছাড়াও চামল, গুনালিয়া, ডুংরা, বহেরা, গামাইর গাছসহ সাদা ও লালী জাতীয় বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে অবাধে পাচার করছে ওয়াকশন নামদারী গাছ পাচারকারীরা। তারা ওয়াকশন মহালের সুযোগে ও তার নাম ভাঙ্গিয়ে দিন ও রাতে ট্রলি, ট্রাক্টর যোগে বনাঞ্চলের মূল্যবান গাছ অবাধে পাচার করছে লাইসেন্স বিহীন ওয়াকশন নামধারী গাছ চোর ও পাচারকারী বস্তি পারকুলের এখলাছসহ রাণীগাঁও, গাজীগঞ্জ, মিরাশী এলাকার ১০/১২জন গাছ পাচারকারীরা। স্থানীয় সূত্রে আরো জানা যায়, হ্যামার মারা ট্রাক্টর বোঝাই গাছের নিচে সেগুন গাছ কেটেও পাচার করে নিচ্ছে গাছ পাচারকারীরা। বনাঞ্চলের গাছ কেটে অবাধে পাচার করায় বনের পশু-পাখি বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী নিরাপদ আশ্রয় স্থান হতে অন্যত্র চলে যাচ্ছে, বিনষ্টও হচ্ছে পশু-পাখি। বস্তি এলাকায়ও প্রবেশ করছে বন্য প্রাণীরা। কালেঙ্গা রেঞ্জের অধীনে বন বিট বনাঞ্চল থেকে ইদানিং বন কর্মীদের যোগসাজসে গাছ পাচারকারীরা অবাদে গাছ পাচার করে নিয়ে যাচ্ছে। উজার হয়ে যাচ্ছে রশিদপুর বন বিটসহ কালেঙ্গা রেঞ্জের বনাঞ্চল। ওয়াকশন নামদারী গাছ পাচারকারীরা রশিদপুর বন বিট বনাঞ্চল থেকে হ্যামার বিহীন গাছ বোঝাই ট্রাক্টর যোগে অবৈধভাবে পাচারকালে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট টহল অফিসের মোফাজ্জল ও কর্তৃপক্ষ রাণীগাঁও বাজারের নিকট গাছ বোঝাই ১টি ট্রাক্টর আটক করে প্রায় লক্ষাধিক টাকার চোরাই গাছ উদ্ধার করে চুনারুঘাট টহল অফিসে নিয়ে আসেন। এ বিষয়ে বিভাগীয় বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে টহল অফিস সূত্রে এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়। এ দেখার যেন কেউ নেই। রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা কালেঙ্গা রেঞ্জের বনাঞ্চল রক্ষার্থে মিরাশী, রাণীগাঁও এলাকাসহ কয়েকটি গ্রামের সচেতন মহল বিভাগীয় বন কর্মকর্তা, উর্ধ্বতন বন কর্তৃপক্ষ, থানা পুলিশ ও প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা