September 11, 2024, 7:06 pm

ঝিনাইদহের চুটলিয়া গ্রামে যুবককে কুপিয়ে হত্যা!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চুটলিয়া দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে। পুলিশ এই হত্যাকাÐের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন শনিবার রাত সাড়ে দশটার দিকে সমীর উদ্দিনের দুই ছেলে ভেকু মেশিং চালনা মেষে বাড়িতে ফিরে খেতে বসছিল। এসময় একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে সবুজ সম্রাটকে ডেকে জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে নিয়ে কুপিয়ে হত্যা করে। সুত্র জানায় চুটলিয়া দক্ষিণ পাড়ার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের লাশটি পড়ে ছিল। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সত্যতা প্রকাশ করে জানিয়েছেন তিনি এখন ঘটনাস্থলে রয়েছেন। গ্রামবাসী অভিযোগ করেছেন এর আগে একই গ্রামের গোলাপ হোসেনের মাদক সেবী ছেলে সবুজের সঙ্গে নিহত সম্রাটের বিরোধ ছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা