September 10, 2024, 10:34 am

ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মাক্স বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মমিনুল ইসলাম:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও করোনা পরিস্থিতি মোকাবেলায় মাক্স বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাক্স বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত। বঙ্গবন্ধুর নাম এখন মহাকাশে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সংগ্রাম অব্যাহত রয়েছে। সেই পথেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার আ. সাদেক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সদস্য আতিকুল রহমান, সাবেক ছাত্রনেতা আনিছ পাটোয়ারী প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা