September 19, 2024, 8:36 am

কাঁচপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ

এস কে মাসুদ রানাঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মহান মে দিবসে সমাজের অবহেলিত পরিবহণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান। শনিবার (১লা মে)বিকেল ৫টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর হাইওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় ৫শতাধিক পরিবহণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর হাইওয়ে রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্র ধর ও টিআই মেহেদী হাসান সহ কাচঁপুর হাইওয়ে থানার অন্যান্য পুলিশ সদস্যগণ।
এসময় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,পবিত্র মাহে রমজানে আমরা যার যার অবস্থান থেকে সাধ্যমতো ইফতার করতে পারলেও পরিবহণ শ্রমিকরা দেশের উন্নয়ণে ঘন্টার পর ঘন্টা গাড়ী চালিয়ে ক্লান্ত হয়ে প্রায় সময় গাড়ীতে বসেই কোন রকম ইফতার করে।তাই এই মহান মে দিবসে শ্রমিকদের সম্মান জানিয়ে আমি তাদের জন্য নিজ অর্থায়নে উন্নত মাণের ইফতারের ব্যবস্থা করেছি।তাদেরকে একদিনের জন্য হলেও ভালো ও মানসম্মত ইফতার করাতে পেরে আমি মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি।সমাজের বিত্তবানদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন আমরা এই রমজান উপলক্ষে ও দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাড়াই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা