সাতক্ষীরা জেলা যখন মহুকুমা ছিল তখন যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত ছিল না। দেশ স্বাধীন হওয়া, সামরিক সরকার বিরোধী আন্দোলন, শ্রমিকদের অধিকার। ছাত্র আন্দোলন ,ভাষা আন্দোলন, নানা বিধ পড়বে একজন বরেণ্য ব্যক্তির নামে শেষের পাতায় জায়গা করে নেয় ।মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে মমতাজউদ্দীন আহমেদ, যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ,ছাত্র আন্দোলনের নেতা হিসেবে ভাষা আন্দোলনের নেতা হিসেবে এ এফ এম এন্তাজ আলী শিক্ষক সমাজের অধিকার আদায়ে, শেখ আমানুল্লাহ সামরিক শাসন বিরোধী আন্দোলনে জীবন্ত কিংবদন্তী কাজী রিয়াজ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সহ অনেকের নাম চলে আসে। সাংবাদিক সমাজের নেতা হিসেবে আব্দুল মোত্তালেবের নাম সাতক্ষীরাবাসী দীর্ঘদিন মনে রাখবে। ভূমিহীন নেতা হিসেবে সাইফুল্লা লস্কর, অ্যাডভোকেট আব্দুর রহিমের নাম সাতক্ষীরাবাসী অনেকদিন মনে রাখবে। কিন্তু দীর্ঘদিন কলেজে শিক্ষকতা করা ও বহুদিন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে খুলনা বিভাগের মাঝে শ্রদ্ধা ভালোবাসার জায়গায় যিনি স্থান করে নিয়েছেন তিনি অধ্যক্ষ আলী আহমেদ। তিনি শিক্ষার বাইরে পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেছেন।খুলনা বিভাগের সাংবাদিকদের দীর্ঘদিন অভিভাবক হিসেবে কাজ করেছেন শ্রদ্ধা ভালোবাসার সিক্ত হয়েছেন। প্রফেসর আলি আহামেদ গ্রামের বাড়ি কলারোয়ার মুরারীকাটি প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কিছুদিনের জন্য ১৯৯৬ সালে সংসদ সদস্য হিসেবে পরিচিত হয়েছিলেন ।খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন একেবারেই সামনের সারিতে। কলারোয়া উপজেলার সুধীজনের সাথে সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যুক্তিকতা নিয়ে মতবিনিময় করেছিলেন। সাতক্ষীরা জেলায় অ্যাডভোকেট কাজী রিয়াজ আব্দুল আল হাবিব, প্রয়াত সাংবাদিক মহাসীন হোসেন বাবলু ,ন্যাপ নেতা প্রয়াত কাজী সাইদুর রহমান, জাসদের সারদার কাজেম আলী, অধ্যাপক ইদ্রিস আলী সহ আরো অনেকের সাথে নিয়ে কয়েকবার সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় করা নিয়ে মতবিনিময় করেছেন। সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মজিদ ভাই এ ব্যাপারে অনেকটা অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন ।আলি আহাম্মেদ স্যার তার কর্মময় জীবনের চঞ্চলিকর ইতিহাস দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। বর্তমানে খুলনা বিভাগে সাংবাদিক জগতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই তাকে সশ্রদ্ধ চিত্তে সম্বোধন করছে এমন বরেণ্য ব্যক্তি গিয়ে আমি গভীরভাবে শ্রদ্ধা জানায়।
ধন্যবাদান্তে
অধ্যাপক ইদ্রিস আলী
শিক্ষাবিষয়ক সম্পাদক বাংলাদেশ