September 11, 2024, 8:17 pm

বগুড়া সদরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

এম দুলাল বগুড়া (সদর) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়া সদরের দশটিকা ন্যাংড়া বাজারে বায়তুল হামদ্ জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের পরপর নির্বাচিত সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তাঁর পরিবার বর্গের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ নির্মাণে অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা এর সার্বিক সহযোগিতার জন্য এবং মাননীয় সংসদ সদস্য বগুড়া সদর-৬ ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও গোলাম মোহাম্মদ সিরাজ এম.পি কর্তৃক সম্প্রতি ১.০০ টাকা বরাদ্দ প্রদান করায় দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সার্বিক নির্দশনা এবং তত্তাবধানে নিশিন্দিারা ইউনিয়ন বিএনপির আহব্বায়ক ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার এর সভাপতিত্বে উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব শাহিনুর ইসলাম টম্পি, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান টুকু, বিএনপি নেতা আলহাজ্ব মোজাফ্ফর হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ফিরোজ আল-মামুন স্বপন, মোঃ এবিএম শাফিকুল ইসলাম শাফি, মোঃ এমদাদুল হক আকু, মোঃ আব্দুল বাছেদ মাস্টার, সাহজাহান আলী, মোঃ জুলফিকার আলী, মোঃ আব্দুল মান্নান, মোঃ নজমল হোসেন, মোঃ চান্না মিঞ, মোঃ মামুন মিঞাসহ বায়তুল হামদ্ জামে মসজিদ কমিটির সিনি. সহঃ সভাপতি ও উন্নয়ন কর্মী এএসএম জাফরুল ইসলাম রনি, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক, মাওঃ মোঃ লুৎফর রহমান, মোঃ মজনু মিঞা মুনু, মোঃ কোরবান আলী, মোঃ নুরু মিয়াসহ ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ আহাদুল ইসলাম । মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে ইফতারী বিতরন করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা