এম দুলাল বগুড়া (সদর) প্রতিনিধিঃ অত্যন্ত নিষ্ঠাবান, সমাজকর্মী বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ গোলাপ। ৩০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নামুজা সরদার পাড়া গ্রামে নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন, (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রীসহ দুই ছেলে ৩ কন্যা সন্তান রেখে গেছেন। সুদীর্ঘ জীবনে ইউপি চেয়ারম্যান থাকাকালীন তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে এলাকাবাসীর মনোমুগ্ধতা অর্জন করেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এলাকায় ধর্মীয়, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও বিনোদনমূলক কাজের প্রেরণা জুগিয়েছে। নিরহংকার, মিশুক প্রকৃতির হাসিখুশি এই মানুষটি ধর্মকর্মেও ছিলেন একনিষ্ঠ বান।
তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওইদিন বাদ আছর মরহুমের নামাজে জানাযায় অগণিত মানুষের উপস্থিতিই তাঁর জনপ্রিয়তার প্রমাণ দেয়।
জানাজার পূর্বে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোগ জ্ঞাপন করেন সংপ্তি বক্তব্য রাখেন নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, নামুজা ডিগ্রি কলেজের অবসর প্রপ্ত অধ্যক্ষ এফএম মোকাম্মেল হক মকুট, নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সহিদুল ইসলাম দুলু। উল্লেখ্য মরহুম আব্দুর রশিদ গোলাপ নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুনের বড় আব্বা।