স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে ফেন্সিডিলসহ শাহজাহান আলী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহজাহান আলী চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ গামী একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাসী করে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় শাহজাহান আলীকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।