September 19, 2024, 8:25 am

অসহায়দের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময় : নুরুল আমিন রুহুল এমপি

মমিনুল ইসলাম, মতলব(চাঁদপুর) প্রতিনিধি:-মতলব উত্তরে করোনা ভাইরাস মোকাবেলায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪০০ জন অসহায় মানুষের মাঝে রেদোয়ান এন্টারপ্রাইজ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পরিষদ কমপ্লেক্স বটতলায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারনে মতলবে অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পরেছে। আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। অসহায়দের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুঁটে উঠবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান বেপারী, সাবেক ছাএ নেতা আতিকুল ইসলাম সিমুল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা