September 13, 2024, 3:55 pm

পাইকগাছায় গাঁজা সহ আটক-২

মোঃ মানছুর রহমান (জাহিদ):পাইকগাছা থানার হরিঢালী ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে রহিমপুর খেয়া ঘাট এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ কাজী গোলাম মোস্তফা (২৩) ও রাসেল গাজী (২৩) নামে দুই যুবকে আটক হয়েছে।আটক কাজী গোলাম মোস্তফা পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে ও রাসেল মেলেক পুরাইকাটির মো: আকবর আলী গাজীর ছেলে।পুলিশ জানায়,২৭এপ্রিল মঙ্গলবার হরিঢালী পুলিশ ক্যাম্পে ইনচার্জ এসআই সুকান্ত কর্মকার (ভারপ্রাপ্ত) ও এ এস আই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ১নং বিট এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে হরিঢালীর রহিমপুর এলাকার জনৈক সালামের বাড়ীর নিকট থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি সাদা রঙের পলিথিনের প্যাকেটের ভিতর মোড়ানো অবস্থায় ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।এই ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে পাইকগাছা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা