September 11, 2024, 7:23 pm

নাটোরে ৩০০পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

শামীম পারভেজ – নাটোরঃনাটোরে করোনা দুর্গত ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে করোনা দুর্গত ও অসচ্ছল ৩০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার, পৌর মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারোয়ার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা