মাগুরা প্রতিনিধি মাুগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের প্রতিটা গ্রামে অসহায়,দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তার হাত বারালেন চেয়ারম্যানমোঃ জাকির হোসেন কানন। উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন করোনার ২য় ধাপ মোকাবিলায় ইউনিয়নের সাবেক তিন ওয়ারডে ১২ জনের একটি হটলাইন টিম গঠন করে তাদের মাধ্যমে খাদ্য সামগ্রী, ঔষধ ও মাক্স পৌছে দিচ্ছেন। চেয়ারম্যান এর নিজ অথায়নে মাগুরা-১ আসনের সাংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নিদেশে হটলাইন টিমের মাধ্যমে এসহায়তা বাড়িতে বাড়িদে গিয়ে পৌচ্ছে দিচ্ছে এ হটলা্ইন টিম। এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন বলেন আমাদের এমপি সাহেবের নিদেশক্রমে একটি হটলাইন টিমের মাধ্যমে ইউনিয়নের দুঃস্থ অসহায় দরিদ্র মানুষদের চিন্হিত করে তাদের বাড়িতে গিয়ে চাউল,ডাল,তেল,ছোলা,লবণ,আলু ও মাক্স পৌছে দিচ্ছেন। বিকাশ বাছাড়,মাগুরা,২৮,০৪,২১