September 10, 2024, 2:10 pm

মতলবে খোলা আকাশের নিচে তিনটি মিটার!! তথ্য দিতে রাজি হয়নি এজিএমসহ অন্যান্যরা

আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধি : মতলবে খোলা আকাশের নিচে ঝুলে থাকা মিটার দিয়ে বিদ্যূতের ব্যাবহার। এ বিষয়ে জানতে অফিসে গেলে তথ্য দিতে রাজি হয়নি এজিএমসহ অন্যান্যরা। গত ২৬ এপ্রিল এ ঘটনা ঘটে।
যানাযায়, মতলব পৌরসভার দক্ষিণ নলুয়ায় বাপ পুতের দোকান নামকস্থানে তিনটি বৈদ্যুতিক মিটার সংযোগসহ দীর্ঘসময় ধরে ঝুলে রয়েছে। আর এই মিটারগুলো কেন কোন সর্তে ঝুলে আছে মিটার রিডিং করা ব্যাক্তি রিপোর্ট করার কথা করেছে কি না। লাইনম্যান চেক দেয়ার কথা নিয়মিত দিচ্ছে কি না। তা জানার জন্য মতলব পল্লী বিদ্যূতের অফিসে গিয়ে তাদের খোঁজ নিলে উপস্থিত কর্মচারীরা খোজ দিতে গড়িমসি করতে থাকে। এক পর্যায়ে এজিএমকে খবর দিয়ে আনে এবং প্রতিনিধিকে তার সাথে কথা বলতে বলেন। এজিএমকে বিষয়টি জানাইলে তিনি তার কর্মচারীদের রক্ষার কৌশলে অবস্থান নিলেন।

এজিএম সাখাওয়াত হোসাইন বলেন, আপনারা আমাদের জানিয়েছেন অবশ্যই ব্যাবস্থা নেব সংবাদ করার প্রয়োজন নাই। বৈদ্যুতিক মিটার এভাবে থাকতে পারে যদি গ্রাহক চায় এবং অনুমতি নেয়। অনুমতি নিয়ে মিটারগুলো এভাবে রেখেছে এমটির তথ্য প্রমান দেখাতে বল্লে তিনি তা করেন নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা