September 20, 2024, 11:53 pm

গাইবান্ধায় সাংবাদিক সংস্কৃতি সংগঠক মাহমুদুল গণি রিজনের ইন্তেকাল ঃ বিভিন্ন মহলে শোকের ছায়া

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা শহরের মধ্যপাড়ার মৃত সুজা-উদ-দৌলা বাদশা মিয়ার তৃতীয় পুত্র সাংবাদিক, সংস্কৃতি সংগঠক মাহমুদুল গণি রিজন (৫২) মঙ্গলবার সকালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই ও অসংখ্য সহকর্মী-শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি, কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। বাদ আছর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে সিপিবি জেলা কার্যালয়ে ও উদীচী কার্যালয়ে তার মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা