মোঃ মানছুর রহমান (জাহিদ: পাইকগাছায় জেলা পরিষদ সদস্য প্রতিবন্ধী নাহার আক্তারের ক্রয়কৃত জায়গা জোর পূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সাত্তার গোলদারের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটী বাজার মোড়ে। জানায়ায়, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের মাজেদ সরদারের মেয়ে খুলনা জেলা পরিষদ সদস্য অঙ্গ প্রতিবন্ধী নাহার আক্তার মাহমুদকাটি মৌজায় মৃত উজির আলী গোলদারের ওয়ারেশ আঃসবুরের নিকট থেকে জনৈক নজরুল ইসলাম এস এ ১২৯ খতিয়ান থেকে ৪৭৫ দাগ থেকে .১৬৬ শতাংশ জমি ক্রয় করে নামপত্তন পূর্বক কর খাজনা দিয়ে ভোগ দখল করে আসছে। নজরুল ইসলামের নিকট থেকে জেলা পরিষদ সদস্য প্রতিবন্ধী নাহার আক্তার ক্রয় করে নামপত্তন পূর্বক কর খাজনা প্রদান করে আসছে। যার সৃষ্ট খতিয়ান নং ৭২৯।ক্রয়কৃত সম্পত্তি দখলে গেলে বাধে-বিপত্বি। দেখা দেয় নানা প্রতিকূলতা। এরই মধ্যে সোমবার (২৬ এপ্রিল) ভোর ৫.৩০ মিনিটের দিকে সাত্তার গোলদার অঙ্গাত নামা ৬ থেকে ৭ জন লোক নিয়ে নাহার আক্তারের দখলীয় জমি থেকে মাটি কাটতে থাকে। এসময় খবর পেয়ে নাহার আক্তার ঘটনাস্থলে এসে বাধা দেয়। ঘটনার একপর্যায়ে উভয়পক্ষ কথা কাটাকাটির মাঝে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিবন্ধী নাহারসহ তার পরিবারের সদস্যদের উপর অতৎকিত হামলা চালানোর চেষ্টা করলে নাহার আক্তার পক্ষ তা প্রতিহত করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে হরিঢালী পুলিশ ফাঁড়ির এ এস আই কামরূজজামান তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাত্তার গোলদারের ছেলে লিটন কে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে পাইকগাছা থানায় প্রেরন করলে এস আই সুকান্ত ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে। আদালত লিটন কে জামিন দেন। অভিযোগের বিষয়ে সাত্তার গোলদার বলেন, আমার জমি থেকে আমি লোক দিয়ে মাটি কাটছিলাম। সেখানে কোন প্রকার মারামারি বা গোলোযোগ হয়নি। তারপরও পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। এব্যাপারে হরিঢালী পুলিশ ক্যাম্পের এএসআই কামরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপরোক্ত বিষয়বস্তুর আলোকে লিটন গোলদারকে আটক করে থানায় পাঠানো হয়েছে। মামলার বিষয় আমার জানা নাই।