মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //টঙ্গী বাজার ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল সোমবার সকালে ভান্ডারী প্রকৃতির এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধর বলেন,টঙ্গী ব্রিজের নিচ থেকে লাশটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকাল দশটা দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। তিনি আরো বলেন , মরদেহে কোথায় আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ব্রিজ থেকে পড়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক তথ্য বলা যাবে।