September 11, 2024, 7:19 pm

সাঘাটায় অবাধে অবৈধভাবে নদী থেকে তোলা হচ্ছে বালু \ নদীর ভাঙন বৃদ্ধি \ বিপন্ন পরিবেশ

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে বালু উত্তোলনের মহোৎসব। অবৈধ এ বালু উত্তোলন বন্ধে নেই প্রশাসনের কোন নজরদারি।
জানা গেছে, অবৈধভাবে ট্রাক্টরে (কাঁকড়া) বালু ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। বাঙ্গালী নদীর প্রায় ১০টি পয়েন্ট থেকে উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ঘনফুট বালু। এ পয়েন্টগুলোর বেশিরভাগ রয়েছে বাঙ্গালী নদীর বিভিন্ন তীরবর্তী এলাকায়। তাছাড়া কামালেরপাড়া ও কচুয়া ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। করোনাকালীন লকডাউনেও পুরোদমে চলছে তাদের এ কার্যক্রম। অবৈধ প্রভাবশালী বালু ব্যবসায়ীদের অবাধে বালু উত্তোলন করলেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা