September 8, 2024, 2:06 pm

মতলবে টাকা দিলে চিকিৎসা মিলে নয়তো ভাগ্যে রেপার

আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধি : মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ভিবাগে টাকা দিলে সাধ্যের বাইরের চিকিৎসাও পাওয়া যায়,নয়তো যেনতেন রোগীর ভাগ্যেও মিলে রেপার। এমনিই চিত্র প্রতিনিয়তই দেখা যায় সেখানে।
যানাযায়, দায়িত্বে থাকা ডাক্তার থাকে বাহিরে। বিশেষ প্রয়োজনে কলে আসেন তিনি। বেশিরভাগ সময় রোগীর ব্যাবস্থা করেন উপ সহ-কারীরাই। আর এরিই সুযোগ নিয়ে এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে বে-আইনিভাবে রেপারের ভয় দেখিয়ে টাকা নিয়ে চিকিৎসা দিচ্ছেন তারা।

গত ২৫ এপ্রিল সকালেও এমন একটি ঘটনা ঘটে। ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছে যানাযায়, মতলব পৌরসভার দূর্গাও এলাকার হাকিম জমাদারের ছেলে দিন মজুর আবুল বাশার গাছ কাটতে গেলে সাথে থাকা অপর একজনের কুড়ালের কোপ পড়ে তার হাতে। কুড়ালটির কোপে হাতের তালু কেটে যায়। পরেসাথে থাকা লোকজন তাকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত উপ সহকারি মোস্তফা ও তাপস রোগীর গটনাটি পূঁজি করে ১৫০০ টাকা হলে চিকিৎসা দিতে পারবে নয়তো রেপারের ভয় দেখাতে থাকে। রোগী ও স্বজনরা হয়রানির থেকে বাচার জন্য নিরুপায় হয়ে ১২০০ টাকা দিতে রাজি হয়। পরে তারা রোগীর হাত থেকে কুড়াল বের করে প্রায় ৬ টি সেলাই দিয়ে এক সপ্তাহ পর আসার কথা বলে রোগীকে দিয়ে বাড়িতে পাটিয়ে দেন।

এবিষয়টি জানার জন্য উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ভিবাগে গেলে মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে একজন অন্যজনকে দায়ী করছেন। হুমকি সরুপ এমনও বলেন চিকিৎসা দিয়ে টাকা নিয়েছি, প্রয়োজনে সামনে দিয়ে চিকিৎসা দিবনা রেপার করে দিবো।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কাউছার হিমেল বলেন, রোগীকে আমার কাছে আসতে বলেন আর এমন ঘটনা ঘটালে দাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা