September 21, 2024, 12:03 am

গাইবান্ধায় এনজিও কর্মীর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুমা) গ্রামে রাকিবুল হাসান (৩২) নামে সোমবার সকালে এক এনজিও কর্মীর ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রাকিবুল হাসান নাটোর জেলার বাঘাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামের বদর উদ্দিনের পুত্র। তিনি দীর্ঘ চার বছর যাবৎ চাপাদহ (পাঁচজুমা) ব্র্যাক অফিসে কর্মরত ছিল।
স্থানীয় লোকজনের কাছে জানা গেছে, চাপাদহ গ্রামে ভাড়া বাসায় পরিবার ছাড়াই থাকতো রাকিবুল হাসান। সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে রাকিবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর থানা সুত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা