আব্দুল মান্নান খান, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা মৎস অফিসে বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বৃহঃপতিবার সকালে উপজেলা মৎস অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে মতলব উত্তর হতে আগত সাখাওয়া হোসেনকে মতলব দক্ষিণ উপজেরা মৎস অফিসার হিসাবে দায়িত্ব হস্তান্তর করনে সিনিয়র মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তরে সদ্য যোগদান করা মৎস অফিসার মানোয়ারা বেগম, পিএইচ ইন্সপেক্টর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ লক্ষিপুর আবুল কালাম আজাদ।
আরোও উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোকেন সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক অন্যান্য সাংবাদিকবৃন্দ।