September 11, 2024, 8:52 pm

বিচারবিভাগীয় তদন্তের দাবি গাইবান্ধায় সাংবাদিকদের সাথে ব্যবসায়ী হাসান আলী হত্যার প্রতিবাদ মঞ্চ নেতৃবৃন্দের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যার বিচার দাবিতে গঠিত ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ, গাইবান্ধা এর উদ্যোগে জেলার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার জেলা জাসদ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে মতবিনিময় সভায় মঞ্চের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মিহির ঘোষ, ময়নুল ইসলাম রাজা, ওয়াজিউর রহমান রাফেল, গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী, মোস্তফা মনিরুজ্জামান, কাজী আবু রাহেন শফিউল্যাহ, মৃনাল কান্তি বর্মণ, রেজাউন্নবী রাজু, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রমুখ। জাহাঙ্গীর কবির তনুর সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, অমিতাভ দাশ হিমুন, গৌতমাশিষ গুহ সরকার, শামীম উল হক শাহীন, উজ্জল চক্রবর্ত্তী, আরিফুল ইসলাম বাবু, হেদায়েতুল ইসলাম বাবু, রিকতু প্রসাদ, খালেদ হোসেন, শামীম আল সাম্য, এসএম বিপ্লব, মিলন খন্দকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, হাসান আলী হত্যার ঘটনায় অভিযুক্ত ওসি (তদন্ত) ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করলেই হবে না তাদের গ্রেফতার করতে হবে। এই হত্যাকাÐের দায় সদর থানার ওসি কোনভাবেই এড়াতে পারে না। তাকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, পুলিশকে বাচাঁনোর নানারকম ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। ইতোমধ্যে বাদির এজাহারে বর্ণিত ঘটনাকে পাশ কাটিয়ে মিথ্যা ফরওয়ার্ডিং দেয়া হয়েছে। তারা এই মিথ্যা ফরওয়ার্ডিং এর তীব্র প্রতিবাদ করেন এবং পুরো ঘটনার একটি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান। বক্তারা অতীতের তিশা হত্যা, সাজিদ হত্যার ঘটনায় বিচারের আন্দোলনের উল্লেখ করে বলেন, হাসান হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের ষড়যন্ত্র হলে গাইবান্ধাবাসী তা প্রতিহত করবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা