এম দুলাল বগুড়া (সদর) প্রতিনিধিঃ ২১ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় বগুড়া সদরের নামুজা ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফের পিতা বিশিষ্ট চাতাল ব্যবসায়ী মরহুম মতিউর রহমান ধলু’র জানাযা নামাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজের পূর্বে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নামুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রশিদ, সমাজসেবক আনোয়ারুল ইসলাম, নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন, নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সহিদুল ইসলাম দুলুসহ অনেকে। বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মতিউর রহমান ধলু (৬৫) স্ট্রোক করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালা চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন।