September 10, 2024, 2:35 pm

কালীগঞ্জে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৌমাছির কামড়ে কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক কিশোর পাল বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সকালে কিশোর পাল গ্রামের মাঠে নিজের জমি দেখতে যান। এসময় মাঠের মধ্যে দুটি গরুর মারামারি করার সময় ক্ষেতে থাকা মৌমাছির চাকে আঘাত লাগলে মৌমাছির দল কিশোর পালকে কামড়াতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মারা যান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা