স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ;ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে জিহাদ (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সে কালুহাটী মসজিদ পাড়ার ওহিদুল ইসলামের ছেলে। চাচাতো ভাই মুক্তার হোসেন জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে গেলে পল্লী বিদ্যুতের সাইট লাইনের তারে স্পৃষ্ট হয় জিহাদ। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। শিশু জিহাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।