রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের গতকাল ১১ এপ্রিল রবিবার পর্যন্ত পরিচয় মেলেনি। গত ৩১ মার্চ তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার এইচআরভি ইটের ভাটা সংলগ্ন এলাকা থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানা উপ-পরিদর্শক এস আই নাহিদ মাসুম বলেন, ময়না তদন্ত শেষে তারাবো পৌরসভার কান্দাপাড়া এলাকার সামাজিক কবরস্থানে লাশের দাফণ করা হয়েছে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।###