রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হেফাজত ইসলামের অন্যতম নেতা এবং স্থানীয় মর্তুজাবাদ জামে মসজিদের খতিব মুফতী লোকমান হোসেন আমিনীকে (৪৫) ১১ এপ্রিল রবিবার আটক করেছে পুলিশ। ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস প্রদান এবং হেফাজতের ডাকা হরতালে সিদ্ধিরগঞ্জ এলাকায় দাঙ্গা হাঙ্গামার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে মর্তুজাবাদ এলাকা থেকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন জানান, হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে লোকমান হোসেন আমিনী রাষ্ট্রবিরোধী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানীমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।###