September 8, 2024, 12:31 pm

১০ বছর পেরিয়ে গেলেও আজও মুক্তি পায়নি কাকতাড়ুয়া

দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘কাকতাড়ুয়া’প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও আজও মুক্তি পায়নি।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দেশের বিশিষ্ট আলোকচিত্রী মাজেদ চৌধুরীর ছেলে মুহিত চৌধুরী।

এ ছাড়াও অভিনয় করেছেন জামিলুর রহমান শাখা, শাহনূর, ইলোরা গহর, রেবেকা, নাজমুল, আহমেদ শরীফসহ আরও অনেকে।

‘কাকতাড়ুয়া’ সিনেমার পরিচালক ফারুক হোসেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাকতাড়ুয়া সিনেমাটি আরও তিন বছর আগে শেষ হয়েছে। তবে মুক্তি না দিতে পারার কারণ হলো সিনেমাটি শেষ করার পরপর আমার স্ত্রী মারা যায়। তার কিছু দিন পর আমার মা মারা যান। তারপর আবার আমার হার্টের সমস্যা দেখা দেয়। এই সিনেমা নির্মাণের জন্য আমি পেয়েছিলাম ২৪ লাখ টাকা। পরবর্তীতে আমি নিজেও আরও ৩০ লাখ টাকা তাতে বিনিয়োগ করি।

আমি সেন্সরের জন্য প্রিন্ট করে রেখেছি, সাব-টাইটেলও করা। কিন্তু এফডিসি একটি মোটা অঙ্কের টাকা বিল পায় বিধায় এফডিসি থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। যে কারণে আমি সিনেমাটি মুক্তি দিতে পারছি না।

তবে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব বা মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব আমাকে যেন এফডিসির বিল মাফ করে দেওয়া হয়। তাহলে সিনেমাটি আমি মুক্তি দিতে পারব। ’

সুত্র- বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা