:মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রধান গত শুক্রবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিভিন্ন মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি মামলা নং-২৩৫৪/২০। জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানার দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো: আবু সায়েম জানান, রাজধানীর শাহবাগ থানার দায়ের করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কারাগারে বন্দি ছিল জাহাঙ্গীর। শুক্রবার রাতে হঠাৎ কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই রাতে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।