September 19, 2024, 7:37 am

সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি দেখে হেফজত কর্মী গ্রেফতার

হেফাজত ইসলাম কর্তৃক রাজনৈতিক সহিংসতা সংক্রান্তে রুজুকৃত মামলার আসামী গ্রফেতাররে লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় গত ২৮/০৩/২০২১ তারিখ হেফজতে ইসলাম কর্তৃক আহুত হরতালের তান্ডবে অংশ গ্রহনকারীদের বিভিন্ন ছবি প্রকাশিত হলে উক্ত ছবি ও ভিডিও সংগ্রহ পূর্বক উহা পর্যালোচনা করে সদ্ধিরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মশিউর রহমান পিপিএম-বার ও এএসআই/ আব্দুর রহিম পিপিএম সহ গোপন অনুসন্ধান কালে নিম্ন বর্নিত আসামীকে সনাক্ত পূর্বক ১০/০৪/২০২১ খ্রিঃ দুপুরে নিম্ন বর্নিত আসামীকে গ্রেফতার করা হয়।

১. মোঃ রাশেদুজ্জামান@ মুন্না(22), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- পাইকগাছা, থানা- পাইকগাছা, জেলা- খুলনা, এ/পি- পাগলাবাড়ী, সিদ্ধিরগঞ্জ পুল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ- হেফাজত কর্মী

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা