September 10, 2024, 10:58 am

শ্রীপুরে করোনা সংক্রামণ রোধে প্রশাসনের ব্যাপক তৎপরতা।

জিল্লুর রহমান সাগর বিশেষ প্রতিনিধি ;সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে করোনা সংক্রামণ রোধে সপ্তাহ ব্যাপী
লকডাউনের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলাতেও উপজেলা প্রশাসন ও পুলিশ
প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে । লকডাউনের প্রথম দিন থেকে
শুরু থেকে প্রশাসনের কর্মতৎপরতা, জনসচেতনতামূলক প্রচার-
প্রচারণা, মোবাইল কোর্ট ও অভিযান চলছেই । শ্রীপুর উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহকারি কমিশনার (ভুমি)

হাছিনা মমতাজ ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান ও গণপরিবহণে
চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছে । আজ মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে
যাত্রীবাহী দুরপাল্লার বা লোকাল কোন পরিবহন না চললেও সকাল থেকেই যাত্রীবাহী
অটোটেম্পু ও ব্যাটারী চালিত ইজিবাইক ছিল চোখে পড়ার মতো । দুপুর ১২টার
দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর নেতৃত্বে শ্রীপুর-
মাগুরা সড়কের টেম্পু ষ্ট্যান্ড ও কুমার নদের ব্রিজ এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রায়
অর্ধশত যাত্রীবাহী ইজিবাইক ও অটোটেম্পু আটক করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, সরকারি নির্দেশনা
মোতাবেক এ অব্যাহতভাবে চলতেই থাকবে। তাই করোনা সংক্রামণ রোধে
সবাইকে সচেষ্ট হওয়ার জন্য আহবান করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা