September 10, 2024, 11:57 am

গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি গঠন

মাহবুবুর রহমান জিলানী,, গাজীপুর //বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মহানগর শাখা কমিটি গঠন করা হয়েছে। প্রায় ১৮ বছর পর মহানগর ছাত্রদলের ৩৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বুধবার এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটি অনুমোদন দেন। মো: জাহাঙ্গীর আলমকে সভাপতি, এস এম ইমরান রেজাকে সাধারণ সম্পাদক ও সৈয়দ ফরহাদবিন ফয়েজ প্রবালকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫৩ সদস্যের গাজীপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। দীর্ঘদিন পর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় নেতাকমীদের মধ্যে উৎসাহের আমেজ দেখা গিয়েছে। কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতারা মহানগর বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সামনের দিনগুলোতে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা