September 11, 2024, 11:54 pm

হামলা করল চিল প্রতিশোধ নিল দিনমজুরের উপর

পঞ্চগড়ের আটোয়ারীতে মৌমাছির কামড়ে গোপাল চন্দ্র বর্মন (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গোপল চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মনের ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপাল চন্দ্র দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে মঙ্গলবার তিনি বাড়িতে ফেরেন। বুধবার দুপুরে তিনি বাড়ির উঠানে বসেছিলেন। এসময় বাড়ির পাশের একটি বড়ই গাছের মৌচাকে হঠাৎ করেই একটি চিল এসে হানা দেয়। সঙ্গে সঙ্গে মৌচাক থেকে অসংখ্য মৌমাছি গোপালকে আক্রমণ করে বসে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গোপাল।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন মৌমাছির আক্রমণে গোপাল নামের ওই দিনমজুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা