September 10, 2024, 1:17 pm

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ দু’জন গুরুতর আহত

জিল্লুর রহমান সাগর,বিশেষ প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ (২৮)সহ উপজেলা ছাত্রলীগের দুই নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সাজ্জাদ শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের সামছুল ইসলামের বড় পুত্র।
জানা যায়, ৭এপ্রিল বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের এই নেতা মাগুরা শহর থেকে নিজ বাড়ি শ্রীপুরের উদ্দেশ্যে সাদা রঙের প্রাইভেটকার যোগে যাচ্ছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে প্রাইভেটকারটি সদর উপজেলার আঠারোখাদা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে স্বজরে ধাক্কা খায়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ ও তার সহযোগী সাবু গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা