গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী-হাওয়াখানা এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে বুধবার সকাল ১১টায় ঈ আব্দুল বাদশা (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত আব্দুল বাদশার বাড়ি ওই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে। আহতরা হলো- কাটাখালী গ্রামের নজরুলের ছেলে রানা (৩২), হাতিয়াদহ গ্রামের সবেদ আলীর ছেলে ফেরদৌস (৩৮) ও গন্ধববাড়ী গ্রামের সাত্তারের ছেলে আমিরুল (৪০)।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যান কাটাখালি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় হাওয়াখানা এলাকায় রংপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী সকলেই আহত হয়। স্থানীয় তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আব্দুলকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।