September 11, 2024, 8:49 pm

রূপগঞ্জের পোনাবোতে অর্ধগলিত লাশ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার পোনাবো এলাকা থেকে যুবকের হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল ইউনিয়নের পোনাবো এলাকার আব্দুল লতিফের পরিত্যক্ত ইটভাটার অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এইচ এম জসীস উদ্দীন জানান, স্থানীয়রা পঁচা দূর্গন্ধ পেয়ে আব্দুল লতিফের পরিত্যক্ত ইটভাটার অফিস কক্ষের ভিতরে গিয়ে হাত বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা