September 8, 2024, 12:52 pm

গোবিন্দগঞ্জে বিধবা নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে রাতের আঁধারে অপহরণপূর্বক এক বিধবাকে (৩৫) পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করার অন্যতম আসামী হোসাইন আলীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাটগাড়ীতে আতœগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে। হোসাইন আলী গোবিন্দগঞ্জ উপজেলার হাউসীপাড়া গ্রামের মোস্তাক হোসেনের পুত্র।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, হোসাইন আলী ধর্ষণের সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। তার জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ দিবাগত মাঝ রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুর গ্রামে এক বিধবা নারীকে রাতেই পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ করে। পরের দিন ১ এপ্রিল তারা বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা