স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইাদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষনের শিকার হয়েছে। বাড়িতে একা পেয়ে হাজরাতলা গ্রামের সৈয়দ আলী মাষ্টারের লম্পট ছেলে সাহাবুদ্দীন (৩৫) তাকে ধর্ষন করে। অসুস্থ অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রতিবন্ধি ওই যুবতীকে বাড়িতে একা রেখে তার মা হরিণাকুন্ডুর সড়াতলা গ্রামে যান অন্য মেয়েকে দেখতে। বৃহস্পতিবার দুপুরে হাজরাতলা গ্রামের সাহাবুদ্দীন বাড়িতে প্রবেশ করে প্রতিবন্ধি ওই যুবতীকে জোর পুর্বক ধর্ষন করে। এ সময় বাড়িতে কেও ছিল না। ধর্ষিতা যুবতীকে ঘটনার দিন রাত ১২টার দিকে চিকিৎসা ও ডাক্তারী পরীার জন্য পরিবারের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা স্বীকার করে শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ধর্ষিতার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। আমরা ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছি। মেয়েটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।