September 10, 2024, 2:28 pm

আব্দুল জলিলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি নওগাঁর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল বাণিজ্য মন্ত্রী প্রয়াত জননেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। শনিবার সকাল ১১টায় প্রয়াত জননেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকপ্রাণে তার পারিবারিক কবরস্থানে তার সমাধিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এমআর রকি, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল, দপ্তর সম্পাদক ফারমান আলী সহ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সদস্য সোহেল রানা, অন্তর আহম্মেদ, সজিব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা