নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি নওগাঁর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল বাণিজ্য মন্ত্রী প্রয়াত জননেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। শনিবার সকাল ১১টায় প্রয়াত জননেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকপ্রাণে তার পারিবারিক কবরস্থানে তার সমাধিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এমআর রকি, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল, দপ্তর সম্পাদক ফারমান আলী সহ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সদস্য সোহেল রানা, অন্তর আহম্মেদ, সজিব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।