আব্দুল করিম স্টাফ রির্পোটার,:আনছার আলী সফল সবজি বিক্রতা যদি ও কোন একসময় রাষ্ট্র ওসমাজ বিরোধী কাজে জড়িত ছিল,কিন্তু তিনি এখন কোন এক দেশ প্রেমিকের পরার্মেেশ ও সহযোগিতায় সত পথে উর্পাজন করে জীবিকা নির্বাহ করেন এলাকার বিভিন্ন স্তরের লোক এসে তার কাছ থেকে শাক-সবজি সূলভ মূল্যে ক্রয় করে থাকেন।ক্রেতা গণ তার ব্যবহারে খুশি উদার মনের মানুষ তিনি ।গরিব দুখি মেহনতি মানুষের বন্ধু,সবাইকে দেশি ও কীটনাশক মুক্ত শাক- সবজি ক্রয় করে তাকে সুপথে চলার উৎসাহিত করুন।