April 25, 2024, 1:52 am

রূপগঞ্জে পাঁচ সহ¯্রাধিক পরিবারের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, উত্তরপাড়া, দেইলপাড়া, কামশাইর, তালাশকুট সহ আশপাশের এলাকার পাঁচ সহ¯্রাধিক পরিবারের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল ২২ মার্চ সোমবার ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, ব্যবস্থাপক সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির উপস্থিত ছিলেন।
উল্লেখ ওই এলাকার তিতাসের গ্যাস লাইনে দিনে গ্যাসের চাপ কম থাকে। রাতে একবারেই থাকে না। তাই অভিনব কায়দায় গৃহিনীরা দিনে পলিথিনের ব্যাগে গ্যাস মজুদ করে রাখেন। সেই মজুদকৃত গ্যাস দিয়েই রাতে রান্না করেন তারা। এমন অভিযোগেই তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়। ###

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা