March 28, 2024, 8:46 pm

কাঁচপুর হাইওয়ে পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রতিনিধি:কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছেন। “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই পতিপাদ্য নিয়ে সোমবার (২২ মার্চ) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পয়েন্ডে পরিবহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে পুলিশ লিফলেট ও মাস্ক বিতরণ করেন। হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে, পরিদর্শক (শহর ও যানবাহন) কে.এম মেহেদী হাসান, সেকেন্ড অফিসার এসআই বেনু ভূষণ দাশ ও মো: রুবেল শেখসহ পুলিশ কর্মকর্তারা নিজ হতে বিভিন্ন লোকজনকে মাস্ক পরিয়েদেন।
এসময় ওসি মনিরুজ্জামান বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি পালন করছেন। করোনা থেকে সুরক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে সচেতন হয় সেলক্ষেই লিফলেট ও মাস্ক বিতরণ করছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা