April 14, 2021, 8:13 am

সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার আর নেই

দৈনিক দিনকাল ও দৈনিক শীতলা পত্রিকার সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, এবং সিদ্ধিরগঞ্জ প্রেস কাবের সাবেক সভাপতি আনোয়ার উদ্দিন মিঞা আর নেই। শনিবার দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। ৩/৪ দিন আগে তাকে ইসলাম হার্ট সেন্টারে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সাংবাদিক কাজী আলমাছ জানান, আজ রোববার (২১ মার্চ ) বাদ যোহর সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর স্কুল মাঠে আনোয়ার উদ্দিনের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে । তিনি ওই এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

এদিকে সাংবাদিক আনোয়ার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ টাইমস পরিবার। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা