September 19, 2024, 7:36 am

মতলব প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধিঃঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবের ২০২০ ইং কমিটির বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৯ মার্চ) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন।

বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির এবং গীতা পাঠ করেন সহ-সভাপতি প্রকৌশলী নিমাই চন্দ্র ঘোষ। পরবর্তীতে সভাপতির অনুমতিক্রমে বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন শেষে ক্লাবের সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম পাটোয়ারী, অধ্যাপক মোঃ জাকির হোসেন, আমীর খসরু প্রধান, গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, শ্যামল চন্দ্র দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চঞ্চল, জাহাঙ্গীর আলম প্রধান, শওকত আলী, সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রেদওয়ান আহমদে জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ পলাশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, ক্রীড়া সম্পাদক মুদাচ্ছের হোসেন, ক্লাবের সদস্য হোসেন আহমেদ, কামাল হোসেন, শিব শংকর দাস, সমির ভট্টাচার্য বলু প্রমুখ।
এসময় মতলব প্রেসক্লাবের সদস্য লোকমান হাবীব, মাকসুদ আহমেদ মালেক, আরিফুল ইসলাম শান্ত, আবু সায়েম, আশরাফুল জাহান শাওলিন, ইমরান নাজির, শরীফ পাটোয়ারী, খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
মতলব প্রেসক্লাবের সর্বোচ্চ সংখ্যক সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা