আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধিঃমতলব পৌর সভার চরনীলক্ষীতে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন চালক রোকন (২৫) নামে এক ব্যাক্তি। শনিবার (২০ মার্চ) বিকাল তার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি মোল্লা বাড়ীর মোঃ সোলেমান মোল্লার ছেলে রোকন ইজি বাইক চালিয়ে তার সংসার পরিচালনা করে আসছিল। ঘটনার দিন বিকেলে নিজ বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে তার হাত জড়িয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইজিবাইক চালক রোকনের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা।